“সমৃদ্ধ খুলনা গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ” এই প্রতিপাদ্য নিয়ে খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর উদ্যোগে ২৫ এপ্রিল ২০২৫ তারিখ খুলনা জেলার ১৪৪তম জন্মদিন “খুলনা দিবস” হিসেবে পালিত হয়। এই উপলক্ষ্যে সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে খুলনার ১৪৪তম জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেডিএস এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব এস এম সাহিদ হোসেন।
এছাড়া সকালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত রেলিতে কেডিএস এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা, কেক কাটা এবং রেলিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুর মিনা, এম,এ সবুর মোড়ল, শিশির রঞ্জন মল্লিক, শেখ মোঃ নাসির উদ্দিন, অমিয় কান্তি মন্ডল, ডাঃ সুজন বিশ্বাস, কাজী বেলাল সাঈদ, সাখাওয়াত হোসেন স্বপন, কাজী আব্দুল ওয়াহাব, জাহাঙ্গীর শিকদার, কামরুল ইসলাম কচি, মাওঃ মোঃ সগির উদ্দিন, আশরাফুল আলম মুক্ত, মাজেদা খাতুন, সৈয়দ শাহজাহান, মোঃ জিম্মাতুল ইসলাম, হোসাইন মাহমুদ বাচ্চু, চুন্নু খন্দকার, সাহিদা পারভিন, এস,কে রানা আহমেদ, শেখ ইয়াসিন, নাঈম ফারহান, মোঃ নাজমুল হাসান, আল কামাল ওয়ালিউল ইসলাম, রায়হানুল ইসলাম সহ আরও অনেকে।
সভায় খুলনার উন্নয়নে দল মত নির্বিশেষে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।