অরুপ জোদ্দার, স্টাফ রিপোর্টার:
নাইস ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুধী,ইউপি সদস্য গ্রাম পুলিশ
ওপ্রকল্পকর্যমীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা রায়ইউপির প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস,।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক,সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম।
ইউপি সদস্য কিন্কর রায়,ওবায়দুল হক,রমা মন্ডল,লিপি জোদ্দার,পপি তরফদার, হিমাংশু রায়,প্রমুখ।
নাইস ফাউন্ডেশনের সমন্বয়কারী আফরোজ জাহান,রাবেয়া সুলতানা, রাশিূদুল ইসলাম,সাংবাদিক রতন সাহা,আলমগীর হোসেন,অরুপ ০পুরোহিত বৃত্তি.সুন্দর,হাফেজআব্দুল কাউয়ুম,
সভায়,জেন্ডার সমতাবিধানের জন্য নারী পুরুষ সকলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।