• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
Headline
*খুলনায় ৩ মামলায় ৮ বছর সাজাসহ মোট ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬* ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামালসহ গ্রেফতার ৯ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড.মনা খুবিতে ‘জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন’ বিষয়ক কর্মশালা টানা বৃষ্টিতে খুলনা রেজিস্ট্রি অফিসের ছাদ ধসে শতাধিক রেকর্ড বই ক্ষতিগ্রস্ত বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা গৌর চন্দ্র টিকাদার-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। খুলনা জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কেএমপি কমিশনারের সংবাদ সম্মেলন সেনা ও নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরা হতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

যুবকের কোমরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

অবৈধভাবে চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আফসার আলী (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় তার শরীর তল্লাশি করে ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

আটককৃত আফসার আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে স্বর্ণের একটি চালান চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহল দল বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে অভিযান পরিচালনা করেন। এ সময় সুলতানপুর সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে ওঁৎ পেতে থাকেন বিজিবি সদস্যরা।

কিছুক্ষণ পরই একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে আটক আফসার আলীর কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৬টি স্বর্ণের বার (৩ কেজি ০৬ গ্রাম) উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা। আটককৃত ব্যক্তিকে হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা