• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
Headline
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে মৈত্রী সুপার শপের জমকালো উদ্বোধন হাসপাতালে বেড সংকট: সিঁড়িতে শুইয়ে চিকিৎসা নিচ্ছে রোগীরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন আ. স. ম. জামশেদ খোন্দকার সাতক্ষীরা-৩: বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনের পাশে ইঞ্জিনিয়ার মুকুল, দেখা করতে অস্বীকৃতি ডা. শহিদুলের সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট বাহিনীর জেলেদের আটককৃত কাঁকড়া বিক্রির অভিযোগ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে জেলের মৃত্যু শ্যামনগরে এক হরিণ শিকারীকে আটক যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি শার্শায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার আমেরিকা থেকে এই প্রথম আনা ৬০৮৭৫ টন গম মোংলা বন্দরের বহিরনোঙ্গরে খালাস

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভার শুরুতেই ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক বলেন, আমরা জাতি হিসেবে একটি ক্রান্তিকাল পার হচ্ছি। এই সময়ে যদি আমরা পিছপা হই তাহলে জাতি হিসেবে আরও একবার আমাদের পিছিয়ে যেতে হবে। এমনি একটা সময়ে ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য সুদূরপ্রসারী। বর্তমান প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি হিসেবে, গৌরবোজ্জ্বল ভূমিকাকে আলোকবর্তিকা হিসেবে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে, আমরা এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ২৫ মার্চ আমাদের জাতীয় জীবনে এক অন্যতম মাইলফলক। বাঙ্গালি জাতিকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র বাঙ্গালির উপর নির্বিচারে গণহত্যা চালায়। এটি ছিলো একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। পাকিস্তানি ঘাতকরা কেবল বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষদেরই হত্যা করেনি, তারা ৭১ সালে মুক্তিযুদ্ধকালে আমাদের দেশের জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীদের হত্যা করেছে এবং শোষন করেছে। পাকিস্তানিরা এখন সব কাজে আমাদের অনুসরণ করে। মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা যায়নি। ইতিহাস থেকে সকলের শিক্ষা নেওয়া উচিৎ।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপারে (এ-সার্কেল) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ও পাসর্পোট দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ আবু সাইদ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা