• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
শ্যামনগরে এক হরিণ শিকারীকে আটক যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি শার্শায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার আমেরিকা থেকে এই প্রথম আনা ৬০৮৭৫ টন গম মোংলা বন্দরের বহিরনোঙ্গরে খালাস “মৎস্য খাতে নতুন উদ্যম—মৌলভীবাজার-হবিগঞ্জ কর্মকর্তাদের ব্যতিক্রমী গ্র্যান্ড সেলিব্রেশন” একই দিনে খুলনায় চারজনকে হত্যা শহর জুড়ে আতঙ্ক খুলনা-বরিশাল অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট , বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট, ধানের শীষের প্রচারণায় মনোনয়নপ্রত্যাশী জুলফিকার আলী উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জরুরি অভিযোজন উদ্যোগের আহ্বান শ্যামনগরে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত শ্যামনগরে বিষ দিয়ে সুন্দরবনে মাছ শিকারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

পুলিশের ঝুঁকি ভাতার সিলিং তুলে দেওয়াসহ ৫ নির্দেশনা প্রধান উপদেষ্টার

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বাংলাদেশ পুলিশে কনস্টেবল, এএসআই ও এসআই পর্যন্ত ঝুঁকি ভাতার ব্যবস্থা রয়েছে। চাকরির নির্দিষ্ট সময়ের পর তারা ঝুঁকি ভাতা পেয়ে থাকেন। বিভিন্ন সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্যও ঝুঁকিভাতা দেওয়ার দাবি উঠেছে। কিন্তু সেই দাবি আলোর মুখ দেখেনি। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তৃণমূল পর্যায়ে যে সব পুলিশ কাজ করেন তাদের কল্যাণে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এছাড়াও নতুন গাড়ি কেনা, পুলিশের উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড়সহ ৫টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বুধবার (১৯মার্চ) এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা গত ১৭ মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। সেখানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এসব সমস্যা সমাধানে কী করা যেতে পারে তা নিয়ে বুধবার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেস উইং থেকে জানানো হয়, আলোচনায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যে সকল পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তা হলো-

১। ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেয়ার বিষয়টি বিবেচনা করা।

২। পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনভ্যান কেনার উদ্যোগ নেওয়া।

৩। পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০% এর নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা।

৪। ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা।

৫। পুলিশের এসআই ও এএসআই র‍্যাংকের কর্মকর্তাদের জন্য মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফর্ম্যান্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা