• শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সাতক্ষীরায় ৩৯১ দশমিক ২৫০ গ্রাম ওজনের ২ পিস দেশি তেজাবি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার সোয়া ৬ টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা বাইপাস সড়ক এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক স্বর্ণ চোরাকারবারির নাম মো. ইউনুস আলী হাওলাদার (৪৯)। তিনি ঢাকার যাত্রাবাড়ীর ২১৮ দক্ষিণ কুতুবখালী এলাকার মৃত মোতালেব হাওলাদারের ছেলে।

ডিবি সূত্র জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করার উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি দল শহরের অদূরে বিনেরপোতা এলাকার বাইপাস সড়কে অবস্থান নেয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি ভ্যানে সীমান্তের দিকে যাওয়ার পথে উক্ত এলাকা থেকে ইউনুস হাওলাদারকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৯১ দশমিক ২৫০ গ্রাম ওজনের দুই পিচ দেশি তেজাবি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৬৭ হাজার টাকা।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণসহ আটক চোরাকারবারিকে সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা