দীর্ঘ এক বছর ফেসবুকে প্রেম অতঃপর দেখা, এরপর মেরে প্রেমিককে আহত করে হাসপাতালে প্রেরণ করেছে ফেসবুক প্রেমিকা।
১৫ই মার্চ রাত ৮টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানার মল্লিকপুর এলাকায় বিএল কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ-সাইফ (২২)পিতাঃ- মোজাম্মেল সাংঃ-হাট ফাজিলপুর থানাঃ-শৈলকূপা জেলাঃ- ঝিনাইদাহ জানায় একটি মেয়ে আফরোজা(২৪) পিতাঃ- অজ্ঞাত ঠিকানাঃ-অজ্ঞাত এর সঙ্গে অনলাইনে এক বছর আগে পরিচয় সেই মেয়ে তাকে আজ ফোন মারফত নিউ মার্কেট ডাকে। নিউমার্কেট তার সাথে দেখা হলে সেই মেয়েটি সাইফ কে জানায় তোমার সাথে আজকে আমি ইফতার করব আমার পছন্দের জায়গায় বলে মেয়েটি উপরোক্ত স্থানে সাইফ ও তার বন্ধু সিয়াম (২২)মোঃ শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর কে নিয়ে গিয়ে ছেলেটিকে শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করে। এবং তাদের দুজনের কাছে থাকা দুইটি মোবাইল এবং ৪০০০ টাকা নিয়ে চলে যায়। পরবর্তীতে তার সাথে থাকা বন্ধু তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে সার্জারি-০১ বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।