সাড়ে 500 বছর পুরনো মসজিদ
মোঃ মোস্তাফিজুর রহমান
কয়রা উপজেলা প্রতিনিধি
এখানকার মানুষের কথা অনুযায়ী হযরত খানজাহান(র:) এর সহচর বুড়খাঁ ও তার পুত্র ফতেখাঁ মসজিদকুড় গ্রামে এ মসজিদ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। যার অবস্থান কয়রা উপজেলার মসজিদকুড় গ্রামে হযরত খানজাহান (র:) ঝিনাইদহের বারোবাজার থেকে সদল বলে যশোরের মুড়লী পর্যন্ত পৌঁছায় একদল সঙ্গিনিয়ে বাগেরহাটের দিকে যান এবং তার বিশ্বস্ত সহচর বুড়খাঁর নেতৃত্বে এই মসজিদ স্থাপন করে। কপোতাক্ষ নদীর পাশ ঘেঁষে এটি তৈরি করেন। মসজিদটি চার কোণে চারটি টারেট আছে। ছাদের উপরে বিশাল নয়টি গম্বুজ আছে। এখানকার লোকজন এটিকে একটি ধার্মিক প্রতিষ্ঠান হিসাবে মূল্যায়ন করেন। মোহাম্মদ আব্বাস উদ্দিন নামে এক জন প্রাইমারি শিক্ষক বলেন আমি প্রতি সপ্তাহে দীর্ঘ ১০ কিলো পথ অতিক্রম করে এখানে আসি নামাজ পড়ার জন্য। তিনি আরো বলেন এই মসজিদটির ৬ হাত প্রশস্ত দেয়াল থাকার কারণে গরমের সময়ও শীতল অনুভব হয়। স্থানীয় লোকজন এখানে একটি ধর্মীয় পাঠাগার স্থাপনের জন্য আহ্বান করে তাছাড়া বিভিন্ন দর্শনার্থী এখানে আসেন তাদের বসার জন্য একটি বিশ্রামাগার প্রয়োজন।