আজ বিকেল পাঁচটার দিকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ খালিদ(৪৫) ৬৩ পদ্ম রোডের নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পালানোর সময় পা ভাঙলেন। খালিশপুর খুলনা মহানগরী কে ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে খালিশপুর থানা পুলিশ রাজনৈতিক মামলায় তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করতে গেলে তিনি বাসার ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে ডান পায়ে পায়ে আঘাতপ্রাপ্ত হয় । পরবর্তীতে খালিশপুর থানা পুলিশ কাউন্সিলর শেখ খালিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ১৭ঃ৫০ ঘটিকায় সার্জারি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি প্রিজনসেলে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছে। এই সংক্রান্তে খালিশপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।