• শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

খুলনায় বছরব্যাপী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

 

খুলনা তেরখাদায় ব্ল্যাকমেল করে বছর ব্যাপী ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে ধর্ষককে গ্রেপ্তার করে মঙ্গলবার (১১ মার্চ) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগ মফিজ শেখের বিরুদ্ধে।

সে তেরখাদার হাড়িখালী মো. নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে।

এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, আসামি মফিজ শেখ (৪০) বাদিনীকে গত অনুমান এক বছর পূর্বে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখাইয়া প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে । সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামস্থ বাদীর বসত বাড়ির শয়নকক্ষে ঢুকে শারিরিক মেলামেশার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে বাদিনী আবারও জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন (যার নং ০৫, ১০-০৩-২০২৫ইং)। সোমবার দিবাগত রাতে তেরখাদার হাড়িখালী এলাকায় নিজ বাড়ী থেকে মফিজ শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা