লবনচরা থানায় এলাকা থেকে ছিনতাইয়ের আধা ঘন্টার মধ্যে নগদ ৫০০০ টাকা ও ১৮ লক্ষ টাকার গাড়ি এবং একটি চাকুসহ ২ ব্যক্তিকে আটক করেছে লবনচরা থানা পুলিশ। লবণচরা থানার একটি টিম লবণচরা থানাধীন মোংলা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোডে বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল রাত্র ১০.৩০ মিনিটের সময় লবনচরা থানাধীন খুলনা মোংলা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড়ের হাতিয়া ব্রীজের পশ্চিম পাশ থেকে ০১টি ছিনতাইকৃত পিকআপ, যাহার মূল্য ১৮,০০০০০/-(আঠার লক্ষ) টাকা, নগদ ৫০০০/- (পাচঁ হাজার) টাকা ও ছিনতাই এর কাজে ব্যবহৃত ০১টি চাকুসহ রূপসী রূপসা এলাকার বাসিন্দা (হেদায়েত এর বাড়ীর ভাড়াটিয়া) মোঃ আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ কাউসার (১৯),
এবং বিশ্বরোড মোড় (এসআইশরিফুল এর বাড়ীর ভাড়াটিয়া) আমজাদ হোসেনের ছেলে
মোঃ আনোয়ার হোসেন (৩৫) কে আটক করে লবনচরা থানা পুলিশ। এ সংক্রান্তে লবণচরা থানার মামলা নং-০৮, তারিখ-০৯/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯২/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।