সেনাবাহিনী, র্যাব ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের এক যৌথ অভিযানে দেশীয় চাইনিজ কুড়ালসহ ছিনতাই চক্রের ০৬ (ছয়) সদস্য গ্রেফতার।
বগুড়ার শেরপুরে সেনাবাহিনী, র্যাব ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় চাইনিজ কুড়ালসহ ছিনতাই চক্রের ০৬ (ছয়) সদস্যকে গ্রেফতার করা হয়। ০৭ মার্চ ২০২৫ (শুক্রবার) রাত অনুঃ ২:০০ ঘটিকার সময় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বগুড়া জেলার শেরপুর থানার ফুলবাড়ী এলাকার মো. ওমর ফারুখ (২২), মো. জনি (১৯) ও জয়নগর এলাকার মো. সবুজ আলী (২০) এবং ছোট ফুলবাড়ী এলাকার আরফান আলীম (২২), ফজলে রাব্বি (২০), মো. সামিউল (২১)।
এছাড়াও উক্ত যৌথ অভিযানে ০২ (দুই) বোতল মদসহ তিনজন সিএনজি যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলো সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানার জামিরতা এলাকার মিলন কুমার সরকার (৩৪) ও জীবন কুমার (৩৫) এবং সুজন চক্রবর্তী (৩২)। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।