কয়রায় গ্রাম পুলিশ রবীন্দ্রনাথের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনার কয়রা উপজেলার ভাগবা গ্রামের মোঃ আব্বাস সরদারের কবলাকৃত ৮২ শতক জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত কিরণ মন্ডলের পুএ রাবিন্দ্র নাথ মন্ডলের বিরুদ্ধে। তিনি মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ।
ভুক্তভোগী ও স্থানীয় সূএে জানা গেছে, ভাগবা মৌজার বিআর এস ৩৫২,৩৫৩,২৫৪ দাগের মধ্যে তিনি ৮২ শতক জমি ১০ বছরের বেশি সময় ধরে জোর পূর্বক দখল করে মৎস্য ঘের ও ধান উৎপাদন করছেন। তারা আরো বলেন,বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি জোরপূর্বক এই ৮২ শতক জমি দখল করে নেন।
এ বিষয়ে জানতে রবীন্দ্রনাথ মন্ডলের ব্যবহৃত নম্বরে কল করা হলে তিনি মোবাইল সংযোগ রিসিভ করেননি
স্থানীয় ইউ,পি সদস্য মোঃ শফিকুল ইসলাম বলেন, আব্বাসগং রা চৌকিদারের কাছে জমি পাবে বিষয় টা আমি শুনেছি।
মোঃ মোস্তাফিজুর রহমান
কয়রা প্রতিনিধি