• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে জেলের মৃত্যু শ্যামনগরে এক হরিণ শিকারীকে আটক যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি শার্শায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার আমেরিকা থেকে এই প্রথম আনা ৬০৮৭৫ টন গম মোংলা বন্দরের বহিরনোঙ্গরে খালাস “মৎস্য খাতে নতুন উদ্যম—মৌলভীবাজার-হবিগঞ্জ কর্মকর্তাদের ব্যতিক্রমী গ্র্যান্ড সেলিব্রেশন” একই দিনে খুলনায় চারজনকে হত্যা শহর জুড়ে আতঙ্ক খুলনা-বরিশাল অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট , বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট, ধানের শীষের প্রচারণায় মনোনয়নপ্রত্যাশী জুলফিকার আলী উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জরুরি অভিযোজন উদ্যোগের আহ্বান শ্যামনগরে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নতুন ছাত্র সংগঠনের শুরুতেই সঙ্গী হলো সংঘর্ষ

খুলনাভিশন ডেক্স / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন। শুরুতেই নেতৃত্ব নিয়ে দ্ব›দ্ব আর সংঘর্ষকে সঙ্গী করলো নতুন ছাত্র সংগঠনটি। ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে এই সংগঠনটি সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় আহŸায়ক হয়েছেন আবু বাকের মজুমদার।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন। তবে আত্মপ্রকাশের আগে এবং পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

ছাত্র সংগঠনটির সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন।
‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহŸায়ক হয়েছেন আবদুল কাদের এবং সদস্য সচিব হলেন মহির আলম। মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

সাবেক সমন্বয়করা জানান, নতুন ছাত্র সংগঠনের নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্রসংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনও ‘মাদার পার্টি’র এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্বে নির্বাচন করা হবে।

জানা যায়, বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও ৪টার দিকেও দলের নেতারা মধুর ক্যান্টিনে উপস্থিত হননি। এমন সময় একদল শিক্ষার্থী শ্লোগান দিতে থাকে-‘রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘উত্তরায় বৈষম্য, মানি না মানবো না’।

মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের এখনও উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি দেওয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য।
প্রতিবেদন লেখা অব্দি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই গ্র“পের মধ্যে মুখোমুখি বিক্ষোভ চলছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোনও কমিটি হয় তা কখনও আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের আগেই পদবঞ্চিতদের বিক্ষোভ দেখা গেছে। দল আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুই গ্র“পের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল পাল্টাপাল্টি শ্লোগান।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ও মধুর ক্যান্টিনের ভিতরে দু’টি গ্র“পে নতুন ছাত্র-সংগঠনের নেতৃত্বে আসা বাকের-জাহিদ ও সংগঠনের নামে শ্লোগান দেওয়া হচ্ছে।

অন্যদিকে মধুর ক্যান্টিনের সামনে আরেকটি গ্র“প বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে নতুন কমিটি’র বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এ সময় তারা ‘সিন্ডিকেটের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি শ্লোগান দেন।
নতুন ছাত্র-সংগঠনের একাধিক উদ্যোক্তা জানান, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির সূত্রপাত। রিফাত রশিদ শীর্ষ চার পদের একটিতে আসতে চান। কিন্তু সংগঠনের নারী সদস্যদের বিরোধিতার কারণে তাকে শীর্ষ পদ দেওয়া হচ্ছে না। ফলে রিফাত রশিদের অনুসারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন।

মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের স্থানে শিক্ষার্থীদের বলতে শোনা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটি মানা হবে না। কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখতে হবে। পাশাপাশি আরেকটি দল সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কমিটিতে না রাখার প্রতিবাদ জানায়। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কেন্দ্রিক নতুন কমিটি হওয়ার সংবাদ সম্মেলনের পাশে স্লোগান শুরু করেন তারা। ফলে পন্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ভুলে গেলে হবে না। তাদের ছাড়া ঢাবি কমিটি আমরা কেউ মেনে নেবো না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা