দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে মশাল মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন গেটে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান।
মিছিলের সময় শিক্ষার্থীরা “নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”, “ছিনতাই-ডাকাতি বন্ধ করো”, “জননিরাপত্তা নিশ্চিত করো”- এমন নানা প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা এক প্রতিবাদ সমাবেশ করেন, যেখানে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মুন্না হোসেন বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা দায়ী। যদি আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করে, তাহলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।”ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, “দেশজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলছে। আমরা চাই, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক।”
শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে বলে সতর্ক করেন তারা।