• শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
শরণখোলায় হরিণের মাংসসহ আটক ২ খুলনা’র বটিয়াঘাটায় সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদে সরেজমিনে পরিদর্শন দৈনিক খুলনাঞ্চল সম্পাদককে হুমকি: থানায় জিডি খুলনার সাব্বির হত্যা মামলার আসামীকে আটক করেছে র‍্যাব রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি সাতক্ষীরায় মাদক মামলার যাবতজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব -৬ প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের নির্দেশ প্রধান উপদেষ্টার খুলনা ওয়াসা: পদোন্নতি বদলি দরপত্র বাণিজ্যই তার কাজ সাতক্ষীরায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি, পানিবন্দী বহু পরিবার ছাত্ররাজনীতিকে ‘না’ বললো খু‌বির সহস্রাধিক নবীন শিক্ষার্থী

খুলনা মহানগর বিএনপির সম্মেলন কাল ৩ পদে ১২ প্রার্থী

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

 

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৬ বছর পর আগামী কাল বিকেলে সোমবার (২৪ ফেব্রুয়ারি)। জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে ৫টি থানা কমিটির ৫০৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে প্রার্থী হয়েছেন ১২ জন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভাচুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে প্রার্থী হয়েছেন ১২ জন। মহানগর বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির এবং দৌলতপুর থানা বিএনপির সদস্য সাহাজী কামাল টিপু প্রার্থী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৩ জন। প্রার্থীরা হলেন, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী হলেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু, ভারপ্রাপ্ত সভাপতি শেখ সাদী, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শের আলম সান্টু, সাবেক ছাত্রদল নেতা হাসানুর রশিদ চৌধুরী মিরাজ ও তারিকুল ইসলাম তারেক। এর মধ্যে তারেক ছাড়া বাকিরা বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক। মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ তাঁর অনুসারীদের কেউ প্রার্থী হচ্ছেন না। কাউন্সিল ঘিরে তাদের তৎপরতাও চোখে পড়েনি।

এদিকে সম্মেলনকে ঘিরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে। তবে এবারের সম্মেলনেও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারী বিএনপি নেতাদের তৎপরতা নেই।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে মহানগর শাখা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখে নগর আহবায়ক শফিকুল আলম মনা, ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেন, খুলনা বিএনপিতে এই প্রথমবার ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, সার্কিট হাউস মাঠে আজ সোমবার সকাল ১০ টায় সম্মেলন শুরু হবে। বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের প্রথম পর্বের পর বেলা সাড়ে ৩ টায় জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে ভোটার রয়েছেন ৫টি থানার ৫০৫ জন। ইতোমধ্যে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সম্মেলনে নগরীর ৩১টি ওয়ার্ড বিএনপির ৪ হাজার ডেলিগেট থাকবে। এছাড়া প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ১ হাজার করে নেতাকর্মী উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা