• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে ছবি, ছড়া-কবিতায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি তুলে ধরলেন শিশুরা যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার সুন্দরবনের পশুর নদীতে নিখোঁজ মার্কিন নারী পর্যটকের মরদেহ উদ্ধার মোংলা বন্দরসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিএনপিকে জয়যুক্ত করতে হবে : জুলফিকার আলী বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ সুন্দরবনের অভয়ারণ্যে নিষিদ্ধ এলাকায় হরিণ শিকার, ফাঁদ ও ট্রলার সহ ৫ জেলে আটক খুলনায় সাংবাদিকদের নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত খুলনা-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী আমীর এজাজ খানের মনোনয়ন নিশ্চিত করতে বিক্ষোভ মিছিল । ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে তরুনীর মত্যু সাবেক এমপি ও পৌর মেয়র মোঃ আহাদ মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ..

Md.Siyam / ৪৬ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর সড়কে অবস্থান নেন আউটসোর্সিং কর্মীরা। দুঘণ্টার বেশি সময় ধরে সড়কে অবস্থান করছিল তারা। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। তবে তা উপেক্ষা করেই সড়কে অবস্থান করেন তারা। একপর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় বিক্ষোভকারীদের অন্তত চারজন আহত হন। এদের মধ্যে দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রসঙ্গত, বিক্ষোভকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দফতর ও অধিদফতরের সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছেন।

দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বার বার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেউ তাতে কর্ণপাত না করায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।  বিক্ষোভকারীদের ওপর পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় দুই জন আহত হন। এই মুহূর্তে প্রেসক্লাবের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে যানচলাচল স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা