• শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
শরণখোলায় হরিণের মাংসসহ আটক ২ খুলনা’র বটিয়াঘাটায় সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদে সরেজমিনে পরিদর্শন দৈনিক খুলনাঞ্চল সম্পাদককে হুমকি: থানায় জিডি খুলনার সাব্বির হত্যা মামলার আসামীকে আটক করেছে র‍্যাব রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি সাতক্ষীরায় মাদক মামলার যাবতজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব -৬ প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের নির্দেশ প্রধান উপদেষ্টার খুলনা ওয়াসা: পদোন্নতি বদলি দরপত্র বাণিজ্যই তার কাজ সাতক্ষীরায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি, পানিবন্দী বহু পরিবার ছাত্ররাজনীতিকে ‘না’ বললো খু‌বির সহস্রাধিক নবীন শিক্ষার্থী

প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ..

Md.Siyam / ১৬ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর সড়কে অবস্থান নেন আউটসোর্সিং কর্মীরা। দুঘণ্টার বেশি সময় ধরে সড়কে অবস্থান করছিল তারা। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। তবে তা উপেক্ষা করেই সড়কে অবস্থান করেন তারা। একপর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় বিক্ষোভকারীদের অন্তত চারজন আহত হন। এদের মধ্যে দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রসঙ্গত, বিক্ষোভকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দফতর ও অধিদফতরের সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছেন।

দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বার বার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেউ তাতে কর্ণপাত না করায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।  বিক্ষোভকারীদের ওপর পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় দুই জন আহত হন। এই মুহূর্তে প্রেসক্লাবের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে যানচলাচল স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা